মালদা

বৈষ্ণব নগরের গোলাবাড়ি এলাকায় বুথের ভিতর তৃণমূল ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষে মৃত ১

ভোট চলাকালীন বুথের ভিতর তৃণমূল ও কংগ্রেসের দুই দলের মধ্যে সংঘর্ষ। ঘটনায় উত্তেজনা বৈষ্ণব নগর থানার সাহাবাজপুর অঞ্চলের গোলাবাড়ি এলাকায়। নির্বাচনের দিন বিকালের দিকে যখন ওই এলাকায় ভোট চলছিল তখনই এই দুই দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই দলের মধ্যে চলে গুলি ও বোমার লড়ায়। এর জেরে এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়ে পড়ে। জানা যায় তার পিঠে গুলি লাগে। আহত ওই তৃণমূল কর্মীর নাম সানাউল্লাহ মিঞা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় এসে পৌছায় বৈষ্ণব নগর থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে উত্তেজনা থাকায় টহল দারিতে নেমেছে পুলিশ। মঙ্গলবার সকালে ওই আহত তৃনমুল কর্মীর মৃত্যু হয় বলে খবর।

এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি ডা মোয়াজ্জেম হোসেন বলেন, মালদা জেলায় বিভিন্ন এলাকায় বিজেপির পক্ষ থেকে বোমাবাজি করেছে। কালিয়াচক ৩ নং ব্লকের এক তৃণমূল কর্মীকে গুলি করা হয়েছে। উদ্দেশ্য একটায় এলাকায় সন্ত্রাস সৃষ্টি করা।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে

https://www.youtube.com/embed/rgyCjFAD1ys